কবে আসবে ই-ফুটবল ২০২২ আপডেট?

আজ ১৯ তারিখ মেইনটেনেন্সর সময় আমরা কনামির আপকামিং আপডেট নিউজ দেখেছি যেখানে একটা মেসেজ আছে এই রকম - (নিচের পিকচারের মত)
তো,এখানে আসলে কোথাও ক্লিয়ার ভাবে লেখা নাই যে ই-ফুটবল ২২ আপডেট ০২/০৬/২০২২ তারিখেই আসবে।

তবে পূর্বের এবং আজকের কিছু তথ্য বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে ০২/০৬/২০২২ আপডেট আসবে ই-ফুটবল ২২ এর - চলুন একটু বিস্তারিত আলাপ করি।

প্রথমে আপনাদের পেস ২০২১ এর একটা নিউজ দেখাই যেইটা আসছিলো গত ১৯/০৪/২০২২ - (নিচে সেই নিউজের পিকচার দেয়া)
এই নিউজে কনামি বলে ছিলো ২১/০৪/২০২২ এর পর আর কোন লাইভ আপডেট আসবে না। নোট: এই নিউজটা মনে রাখবেন।

এখন চলুন আজকের নিউজে কি বলছে দেখি।আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যখনই বৃহস্পতিবার হয় এবং নর্মাল মেইনটেনেন্স দেয় কনামি তখন আপকামিং নিউজ গুলো আমরা একটা লিংকের মাধ্যমে দেখতে পারি।

ঐ নিউজ থেকে মুলত সেই দিন মেইনটেনেন্স শেষে কি কি আসবে এবং আগামী সোমবার এ কি কি আসবে এই তথ্যগুলো পাই।

আজকে মেইনটেনেন্স টাইমে আমরা যে তথ্য গুলো পেলাম সেখান থেকে একটা মেসেজ ছিলো - (নিচের এই পিচারের মত)
এই নিউজ ছিলো,তবে এই নিউজ এখন আমরা গেমে ঢুকার পর পাইনি কিন্তু লিংকের মাধ্যমে পেয়েছি তারমানে এই নিউজটা আমরা দেখতে পারবো আগামি সোমবারে।

ঐ দিন গেমে ঢুকলে আমাদের গেমের নোটিফিকেশনে একটা লিংক দেয়া হবে যেখানে ক্লিক করলে আমাদের একটা ওয়েব সাইটে নিয়ে যাবে।

যে ওয়েবসাইটে কনামি পূর্বে ই-ফুটবল ২২ আপডেট নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছে।ঐ ওয়েবসাইটে আগামি সোমবারে আমরা এই নিউজটি দেখতে পারবো।যেখানে ই-ফুটবল ২২ এর রিলিজ ডেট ও প্রকাশ করা থাকবে ইনশাআল্লাহ।

কিন্তু কথা হলো তাহলে কি ই-ফুটবল ২২গেম ০২/০৬/২০২২ আপডেট আসবে না? 

আপনারা যদি নিউজটি ভালো করে ফলো করেন তাহলে বোঝতে পারবেন ওখানে লেখা আছে যে, কনামি তাদের ওয়েবসাইটে ই-ফুটবল ২২ রিলিজ ডেইট সম্পর্কে তথ্য এবং প্লেয়ার যারা থাকবে ই-ফুটবল ২২ তে সেইটা দেখার অপশন ও চালু করে দিবে।

কনামির ওয়েবসাইটের ঐ জায়গা থেকে আমরা দেখতে পারবো সার্চ করে কোন কোন প্লেয়ার থাকবে ই-ফুটবল ২২,যেগুলোর নাম সার্চ দিলে আসবে না সেই গুলো আগামী ০২/০৬/২০২২ লাইভ আপডেট পরে আর থাকবে না।

তারমানে এখানে ক্লিয়ার বলে দিছে যে ০২/০৬/২০২২ তারিখ লাইভ আপডেট আসবে।

এই আপডেটাই মুলত ই-ফুটবল ২২ এর আপডেট হবে।কারণ আমি উপরে একটা নিউজ দেখিয়েছি আপনাদের গত ১৯/০৪/২০২২ তারিখের যেখানে কনামি বলেছিলো ২১/০৪/২০২২ তারিখের পর আর কোন লাইভ আপডেট আসবে না। 

তারমানে পেস ২১ এ আর কোন লাইভ আপডেট নাই।আগামি ০২/০৬/২০২২ যে লাইভ আপডেট আসবে ঐটাই ই-ফুটবল ২২ এর লাইভ আপডেট যে আপডেটের পর অনেক প্লেয়ার রিমুভ কোচ ও রিমুভ হবে।

এখন কারা কারা রিমুভ হবে সেইটা আমরা কনামির ই-ফুটবল ২২ এর ওয়েব সাইটে দেয়া একটা অপশন আছে প্লেয়ার সার্চ (নিচের স্ক্রিনশট দেখুন) 
ঐখানে গিয়ে দেখতে পারবো সার্চ করে।এই অপশনটি আপাতত বন্ধ আছে।এইটা চালু আগামি সোমবারে ইনশাআল্লাহ।

তাছাড়া আগামি সোমবারে কনামির ই-ফুটবল ২২ নিউজ ওয়েবসাইট থেকে আমরা এমনি ক্লিয়ার রিলিজ ডেট পেয়ে যাবো ইনশাল্লাহ।

সব কিছু বিবেচনায় আমার পার্সোনালি মনে হচ্ছে ০২/০৬/২০২২ যে লাইভ আপডেট আসতেছে সেইটা ই-ফুটবল ২২ এর লাইভ আপডেট হবে পেস ২১ এর নয়।

বি: দ্রি: আমার এই বিশ্লেষণ ভুল প্রমাণ ও হতে পারে সুতরাং আমি বলবো না কনফার্ম আমি শুধু আমার কাছে যেইটা মনে হচ্ছে সেইটাই তুলে ধরেছি।আপনার ও যদি তাই মনে হয় জানাবেন।

أحدث أقدم