ইফুটবল ২০২২ মোবাইলের আপডেট নিয়ে অফিশিয়াল তথ্য
পেস ২২ আপডেট আসতে আর বেশি দেরি নাই। কোনামি থেকে তারিখ বলা হয়নাই কবে রিলিজ হবে তবে আমি কিছুদিন আগে বলেছিলাম মে মাসে আসার সম্ভাবনা অনেক বেশি।আপডেট আসার ঠিক ১ মাস আগে কোনামি জানায়।যেহেতু এই মাসে জানায়নাই তাই এপ্রিলে আসার সম্ভাবনা নেই।যদি এপ্রিলে জানায় তাহলে মে মাসেই তারা তারিখ সেট করবে।সেটা নিদিষ্ট করে বলা যায়না কত তারিখ।তবে মে মাসে আসার সম্ভবনা বেশি।
পেস ২১ থেকে পেস ২২ এ কয়েনের নাম পরিবর্তন করে ২২ এ তাকে ইফুটবল কয়েন নাম দেওয়া হয়েছে।
পেস ২১ এ মাক্স ৯৯,৯৯৯ ( নিরানব্বই হাজার কয়েন মাক্স ইউস করা যেত) কিন্তু পেস ২২ এ একজন ইউজার ৯,৯৯৯,৯৯৯ ( ৯৯ লক্ষ মানে ৯.৯ মিলিয়ন) কয়েন ইউজ করতে পারবে মাক্স। তবে আপনার কয়েন ৯৯,৯৯৯ হয়ে গেলে আপনি আর শপ থেকে টাকা দিয়ে কয়েন কিনতে পারবেন না। আপনাকে তখন ইভেন্ট খেলে জমাতে হবে, কেনার অপশন আপনার জন্য বন্ধ হয়ে যাবে।
প্লেয়ারদের কন্ট্রাক্টঃ পেস ২১ এ আমরা একটা প্লেয়ার সাইন করালে তাকে মাক্স ১০ ম্যাচ পযন্ত খেলাতে পারি,পরে আবার রিনিউ করতে হয়। কিন্তু পেস ২২ এ এই সিস্টেম থাকবেনা। আপনি যখনই প্লেয়ার সাইন করাবেন তাকে সেই দিন থেকে ৩৬৫ দিন পযন্ত ইউস করতে পারবেন রিনিউ করা ছাড়াই।৩৬৫ দিন পর তার মেয়াদ শেষ হয়ে যাবে তাকে আর ইউস করতে পারবেন না। যদি আবার ইউস করতে চান তাহলে contract renewal ticket দিয়ে ৬০ দিনের জন্য রিনিউ করে নিতে হবে আবার।তাহলে তাকে আবার ইউস করতে পারবেন।
আপনার যত আইকন & লিজেন্ড প্লেয়ার আছে এখন পেস ২১, এগুলা সেম এইভাবেই পেস ২২ এ আপনি ইউস করতে পারবেন। আইকনিক ও লিজেন্ড প্লেয়ার এখন যেভাবে আছে আলাদা আলাদা কার্ড কালার, রেটিং পেস ২২ এও সেম এইভাবেই থাকবে।তবে আইকনিক প্লেয়ার ক্লাব বুস্ট হবেনা।
যেসব প্লেয়ারদের পেস ২২ আসার আগে contract শেষ হয়ে যাবে তাদেরকে পেস ২২ এর শুরুতে ইউস করতে চাইলে আপনাকে ৬০ দিনের contract renew টিকেট দিয়ে রিনিউ করে নিতে হবে।সেটা আইকন হোক,বেস হোক কিংবা লিজেন্ড প্লেয়ার।